মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার কুকরী এলাকায় যমুনা নদীর একটি ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা।
নিহত মরিয়ম খাতুন কুকরী কলেজপাড়া মহল্লার বাবু সিকদারের মেয়ে ও চরকুকরী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
চৌহালী উপজেলা পরিষদের (ইউপি) ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে কয়েকজন শিশু বাড়ির পাশে যমুনার ক্যানেলে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় মরিয়ম। এসময় অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলের দিকে ওই ক্যানেলে মরিয়মের ভাসমান মরদেহ দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন শিশুটির মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমআরএ/আরএ