পাঁচ দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষে সাতক্ষীরায় ফিরে মঙ্গলবার (২৩ জুলাই) জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, সাতক্ষীরা জেলার পক্ষে যেসব প্রস্তাব তুলে ধরা হয়েছিল সরকার তার সবই গ্রহণ করেছে।
জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরার শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়ের খালের ওপরের স্লুইস গেট অপসারণ, পৌর ট্রাক টার্মিনাল নির্মাণ, পৌর এলাকায় কবরস্থান নির্মাণ, উপকূলে সুপেয় পানির জন্য রেইন ওয়াটার হার্ভেস্ট্রিং ,পুকুর খনন এবং পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা জরুরি।
লিখিতভাবে এসব প্রস্তাব তুলে ধরে জেলা প্রশাসক আরও বলেন, ভোমরা-খুলনা রেলপথ স্থাপন, সাতক্ষীরার হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক পদায়ন ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপন করা গেলে সাতক্ষীরার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আরও বলেন, সবগুলো প্রস্তাবনা সরকার গ্রহণ করেছে। অচিরেই তা বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসএইচ