মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার তেলিয়াপাড়া এলাকার ইউনুছ মিয়ার ছেলে এবং ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়ার একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে সুরমা চা বাগান থেকে তেলিয়াপাড়া বাজারে ফিরছিলেন ফরিদ মিয়া। পথে ফেলানী শাহ মাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান তিনি। এ সময় একটি ইট তার মাথার লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএ