মঙ্গলবার (২৩ জুলাই) দিনগত রাত ১২টার কিছু পরে এই বস্তুর সন্ধান পাওয়া যায়। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের জ্যেষ্ঠ্য সহকারী কমিশনার মাহমুদ হাসান।
পুলিশ জানায়, বস্তুটি আসলেই বোমা কিনা তা পরীক্ষা করে দেখতে এবং বোমা হলে সেটি নিষ্ক্রিয় করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে বোম ডিসপোজাল ইউনিট।
অন্যদিকে রাজধানীর পল্টন এলাকাতেও বোমা সদৃশ আরও একটি বস্তু পাওয়ার খবর জানা যায়। তবে ডিএমপি’র সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এখনও বিষয়টি নিশ্চিত করেননি।
পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমাম আরেফিন বাংলানিউজকে বলেন, পল্টন এলাকায় কিছু একটা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কিছু একটা সন্দেহে সেখানে অভিযান চালাচ্ছে। তবে সেটি কি তা আমরা এখনও জানি না। বর্তমানে পুরো পল্টন এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখানকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
পিএম/এসএইচএস/এসএ