মঙ্গলবার (২৩ জুলাই) রাতে এ মামলা দায়ের করেন নিহত খালিদের ভাই জাবেদ আলী।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খায়রুল ফজল বলেন, মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত ওই ব্যক্তির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার (২২ জুলাই) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চান্দাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালিদ মিয়াকে তার চাচাতো ভাইয়েরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
নিহত খালিদ ওই গ্রামের করিম উল্লাহর ছেলে।
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচএস/এসএ