মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের উপস্থিতিতে ভবনটি ভাঙার কাজ শুরু করে সাভার উপজেলা প্রশাসন। ভবনটি ভাঙতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক নিয়োজিত রয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান বাংলানিউজকে জানান, গত ৩০ জুন রাতে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় মজিবর রহমান নামে এক ব্যক্তির ঝুঁকিপূর্ণ পাঁচতলা একটি ভবন পাশের তিনতলা ভবনের ওপর হেলে পড়ে যায়। পরে ভবনটি সিলগালা করে ঝুঁকিপূর্ণ কিনা তা দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেন ঢাকা জেলা প্রশাসক। তদন্ত কমিটির প্রতিবেদনে বাড়িটি ঝুঁকিপূর্ণ বলা হলে মঙ্গলবার দুপুর থেকে ভবনটি ভাঙার কাজ শুরু করেন উপজেলা প্রশাসন।
ভবন ভাঙার সময় উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী, আমিন বাজারের সহকারী কমিশনার (ভূমি) জোবায়ার হোসেনসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচএস/এসএ