কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে (৫২) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৩ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হোসনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার রামপুর এলাকায় ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।