পানিতে তীব্র স্রোত থাকায় যেকোনো মুহুর্তে বাঁধ ভেঙে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, উপজেলার বৃহত্তর বজরাটেকের আলীসাহাসপুর গ্রামের উত্তর মাথায় মহানন্দা নদীর ডানতীর বন্যা রক্ষা বাঁধের ব্লক সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে।
বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলি শ্রী সুনীল কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরও সেখানে যান।
চেয়ারম্যান আব্দুল কাদের বাংলানিউজকে জানান, ৩০ মিটার বাঁধ ভেঙে গেছে এবং ২৫ মিটার আরও ভেঙে যাওয়ার উপক্রম।
জরুরিভিত্তিতে দুই তিনদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন বাংলানিউজকে জানান, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এনটি