বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের একটি আম বাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আবির হুসাইন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার খালিসপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবু হানিফ বাংলানিউজকে জানান, আবির দীর্ঘদিন ধরে মাদ্রাসাতে অধ্যায়নরত ছিল। মঙ্গলবার থেকে সে নিখোঁজ হয়। বুধবার সকালে মাদ্রাসার অদূরে জনৈক রেজাউল ইসলামের আমবাগানের ভেতরে আবিরের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ সুপার মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। খুব শিগগিরই প্রকৃত ঘটনা জানানো হবে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এনটি