ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রিফাত হত্যা: শ্রাবণের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
রিফাত হত্যা: শ্রাবণের জামিন নামঞ্জুর

বরগুনা: রিফাত শরীফ হত্যাকাণ্ডে তদন্তে বেরিয়ে আসা আরিয়ান শ্রাবণের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইয়াসিন আরাফাত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আরিয়ান শ্রাবণের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বাংলানিউজকে জানান, আদালতে শ্রাবণের জামিন আবেদন করলে বিচারক ইয়াসিন আরাফাত জামিন নামঞ্জুর করেন।

এরআগে, শ্রাবণকে রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পরে দুই দফা রিমান্ড শেষে (১৮ জুলাই) রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শ্রাবণ। পরে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।