বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সস্মেলনে এ কথা বলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম। এসময় তিনি গুজব ও গণপিটুনি রোধে সাংবাদিক ও স্থানীয়দের সহযোগিতা চান।
তিনি বলেন, দেশের বিভিন্নস্থানে ছেলেধরা অভিযোগে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে। যা কোনোভাবে কাম্য নয়। যেকোনো মূল্যে ছেলেধরা গুজব এবং গণপিটুনি রোধে পুলিশের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তার আলোকে বিভিন্নস্থানে মাইকিং করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএস/ওএইচ/