বুধবার (২৪ জুলাই) কুমিল্লা জেলা পুলিশ সুপার কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
তিনি জানান, শামীম পদ্মাসেতু নির্মাণের জন্য মাথা লাগবে এমন গুজব ছড়ানোর পাশাপাশি অশালীন শিরোনাম সম্বলিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করে।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী শামীমের বিরুদ্ধে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি নুরুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার (কুমিল্লা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) শাখাওয়াত হোসেন, কুমিল্লা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর সালেহীন ইমন।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
আরআইএস/