বুধবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে পৃথক এ দুর্ঘটনা দুইটি ঘটে।
মৃতরা হলেন- নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মইনুল ইসলাম কালু (৩৭) এবং একই উপজেলার ওই ইউনিয়নের বেড়াগ্রামের কবির আলীর ছেলে আরমান আলী (৩০)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে বাঁশবাড়ি যোকির মাঠে নিজ জমিতে আরমান কাজ করছিলেন। এ সময় বজ্রপাত তিনি ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, বেলা ১২টার দিকে সিঙ্গলপুরের একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে কালু মারা যান।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এনটি