ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

পিঁয়াজসহ নিত্যপণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
পিঁয়াজসহ নিত্যপণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির সিদ্ধান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা

ঢাকা: ভোক্তা পর্যায়ে দাম নিয়ন্ত্রণে রাখতে পিঁয়াজসহ নিত্যপণ্যগুলো ট্রাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) এ নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে ঈদ-উল-আজহার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য- পিঁয়াজ, রসুন, আদা, গরম মসলাসহ কয়েকটি পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং গবাদিপশু পরিবহন সংক্রান্ত বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম টিসিবি কর্তৃপক্ষকে এ নির্দেশনা দিয়েছেন।

তবে কবে থেকে বিক্রি শুরু হবে তা জানাননি সচিব।
 
টিসিবি সাধারণত প্রয়োজন অনুসারে ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে পিঁয়াজ, ছোলা, চিনি, সয়াবিন তেল, মশুর ডাল ও খেঁজুরসহ নিত্যপণ্যগুলো বিক্রি করে।
 
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা দাবি করে বলেন, বন্দরগুলোতে পিঁয়াজের ট্রাক ঢুকতে না পারায় বাংলাদেশে দাম বেড়েছে। দাম বৃদ্ধির পিছনে তাদের কোনো হাত নেই।
 
বাণিজ্য সচিব মফিজুল ইসলাম বলেন, টিসিবি ট্রাক সেল করবে। যাতে ভোক্তা পর্যায়ে প্রাইসটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। যেগুলোর দাম বাড়ার সম্ভাবনা আছে সবই বিক্রি করবে।
 
পাইকারি বিক্রেতাদের উদ্দেশ্যে বাণিজ্য সচিব বলেন, ঈদ সামনে রেখে আপনারা লাভ একটু কম করবেন। দাম একটু কমিয়ে দেবেন। উৎসবে মানুষ যেন কষ্ট না পায়।
 
‘পৃথিবীর যেকোনো দেশে যান, ফেস্টিভ্যাল উপলক্ষে সব জিনিসের মূল্য, বিমানের টিকিট পর্যন্ত সস্তা। ’
 
পিঁয়াজসহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আজ থেকে ফলোআপ করা দরকার। বাণিজ্য সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লেখার জন্য নির্দেশনা দিয়েছেন, তার ফল কী এটা যেন ফলোআপ থাকে, আগের চেয়ে যেন ইমপ্রুভ করতে পারে।
 
‘যদি এমনটাই বাড়তি থাকে তাহলে ইমিডিয়েটলি তারা যেন (টিসিবি) অ্যাকশনে যান। দরকার পড়লে সরকার ভর্তুকি দেবে কিন্তু সাধারণ মানুষ যেন সহনীয় মাত্রায় পায়। এটা মনিটর করবে এবং প্রয়োজনবোধে ব্যবস্থা নেবেন। ’
 
ঈদের আগে সাধারণ মানুষের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এই আনন্দের সময় সাধারণ মানুষের কষ্টটা…, ব্যবসায়ী মানুষ আপনাদের তো মন মানসিকতা সে রকম উদারই হওয়ার কথা। মানুষকে কষ্ট দিয়ে তো হবে না। আমরা মনে করি চাপাচাপির দরকার পড়বে না। আপনারা আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন যাতে জিনিসপত্রের দাম ঈদ সামনে রেখে সহনীয় থাকে। এটা আপনাদের নৈতিক দায়িত্বও বটে।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকমভাবে সাহায্য করতে চাই, ব্যবসা উদারীকরণ। মানুষকে যেন এখানে ভুগতে না হয়। আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য। আপনারাও সেটুক পজেটিভলি নিয়ে মানুষের কষ্ট যেন কম হয় সে ব্যবস্থা নেবেন।
 
টিপু মুন্সি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, ঈদের আগে তো আর দেখা হচ্ছে না, ঈদের পরে আপনাদের সঙ্গে ঝগড়া হবে না ভালোবাসা হবে ঈদের পরে দেখা যাবে। সেই সময় দেখবো আপনারা কী দাম রাখছেন।
 
সভায় বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।