বুধবার (২৪ জুলাই) দুপুরে রাবনাবাদ নদে বসে ড্রেজারের একটি পাইপ ঝালাই করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আলম বেপারী চাঁদপুর জেলার সুলতানাবাদের হাতিসাট গ্রামের বাসিন্দা।
তার সহকর্মী হামিদুল বাংলানিউজকে জানায়, ড্রেজারের জেনারেটর লিক হওয়া আলম একটি পাইপ ঝালাই দিচ্ছিলো। তখন ঝালই মেশিনের বৈদ্যুতিক তার হাত দিয়ে সরানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এনটি