বুধবার (২৪ জুলাই) দুপুরে উলিপুর-থেতরাই সড়কের মিঠিপর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের হাফেজ মণ্ডলের স্ত্রী।
এ ঘটনায় ইজিবাইকচালক সিরাজুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, থেতরাই বাজার থেকে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ইজিবাইক উলিপুর উপজেলা সদরে আসার পথে মিঠিপর বাজার এলাকায় মজিদাকে ধাক্কা দেয়। এতে মজিদা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ইজিবাইকসহ চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এফইএস/এএটি