বুধবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চাপাতি গ্রাম ও বালিয়াডাঙ্গী উপজেলার পাতিলাভাষা গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বালিয়াডাঙ্গীর পাতিলাভাষা গ্রামের ইমাম আলীর ছেলে আব্দুল মতিন (৩৮) ও সদর উপজেলার চাপাতি গ্রামের মৃত ঘেরঘেরু বর্মনের স্ত্রী ঘামো বালা (৩৫)।
জানা যায়, সকালে পাতিলাভাষা গ্রামে আব্দুল মতিন মাঠে পাট কাটছিল। তখন বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, চাপাতি গ্রামে ঘামো বালা বাড়ির পাশে বীজতলা থেকে আমনের চারা তুলছিলেন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি ও চাপাতি ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এনটি