বুধবার (২৪ জুলাই) সকালে সুন্দরবনের আন্ধারমানিক খাল সংলগ্ন এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া মোংলার লাউডোব ঘাট এলাকা থেকে একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্দারমানিক খাল এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি শটগান ও ৪টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকরা অস্ত্র ও গুলি কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। লাউডোব ঘাট থেকে উদ্ধার করা বিরল প্রজাতি তক্ষকটি সুন্দরবনে অবমুক্তকরার জন্য করমজল ফরেস্ট স্টেশনের কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচ