ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
পুঠিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে বজ্রপাতে আবদুল মান্নান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

একই ঘটনায় আহত হয়েছে আরও চার কৃষক। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় তারা কৃষি জমিতে কাজ করছিলেন।

মৃত আবদুল মান্নান ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের আছের আলীর ছেলে এবং আহত অপর চারজনের মধ্যে নিহতের বড় ভাই আকরামও রয়েছেন।

অন্য তিন কৃষক ওই একই গ্রামের অধিবাসী বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন পুঠিয়ায় শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুকুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।