বুধবার (২৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা দায়রা জজ আদালতে জামিন নিতে এলে বিচারক মুন্সী রাফিউল আলম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের আইনজীবী ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন বাংলানিউজকে জানান, চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ জুন উপজেলার সদর ইউপি চত্বরে ৬ হাজার ৬৩৪ জন অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১০কেজি করে চাল বরাদ্দ করা হয়।
এদিনই ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বাদী হয়ে পেনাল কোডের ৪০৯ ধারায় ইউপি চেয়ারম্যান হারুনকে আসামি করে মামলা দায়ের করেন।
দুপুরে ইউপি চেয়ারম্যান হারুন কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমজাদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এফইএস/আরআইএস/