ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে গণপিটুনিতে নিহত সেই নারীর পরিচয় মিলেছে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
সাভারে গণপিটুনিতে নিহত সেই নারীর পরিচয় মিলেছে

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে নিহত হওয়া অজ্ঞাতনামা সেই নারীর পরিচয় অবশেষে পাচঁ দিন পর মিলেছে। তার নাম সালমা বেগম (৪০) বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) বিকেলে সাভারের চামড়া শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এমারত হোসেন গণপিটুনিতে নিহত হওয়া ওই নারীর পরিচয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সালমা আক্তার সাভারের পৌর এলাকা ইমান্দিপুরের প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী।

তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মুসলিমাবাদ গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে। তিনি তিন কন্যা সন্তানের জননী। এদের মধ্যে একজন এসএসসি পরিক্ষার্থী।

এমারত হোসেন জানান, প্রাথমিকভাবে তার পরিবারের সঙ্গে কথা বলে তিনি মানসিকভাবে অসুস্থ্য ছিলেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় (২১ জুলাই) সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ৮০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে৷

গত রোববার (২০ জুলাই) সকালে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া কলেজের সামনে ‘ছেলেধরা’ সন্দেহে উৎসুক জনতার হাতে গণপিটুনির শিকার হয় সালমা বেগম নামে ওই নারী। পরে গুরুতর আহতাবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।