ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গণপিটুনিতে হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
গণপিটুনিতে হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন চাইল্ড হ্যাভেন স্কুলের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগার গুজবকে কেন্দ্র করে গণপিটুনিতে কয়েকজন নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে চাইল্ড হ্যাভেন স্কুল। এ মানববন্ধন থেকে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনেরও প্রতিবাদ জানানো হয়।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে বলে একটি গোষ্ঠি অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আর এ সুযোগে কিছু সুযোগসন্ধানী অপরাধী নিরীহ মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ অনাচার প্রতিহত করতে হবে। যারা আইন নিজের হাতে তুলে নেবে, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, মাদকাসক্তি, অশিক্ষা আর নৈতিক শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। এতে কিছু মানুষ মনুষ্যত্ব হারিয়ে অপশক্তির দোসরে পরিণত হয়েছে। সমাজকে পচনের হাত থেকে রক্ষার জন্য শিশু ও যুব সমাজে নীতিবোধের চেতনা জাগ্রত করতে হবে। তাহলে আমরা একটি বিবেক সম্পন্ন জাতি পাবো, যারা নিজে অন্যায় করবে না ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

মানববন্ধনে অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব আফসার উদ্দিন খানসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ইএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।