ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে কলেজ শিক্ষকের ওপর হামলা অভিযোগে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
বাকেরগঞ্জে কলেজ শিক্ষকের ওপর হামলা অভিযোগে যুবক আটক

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের শিক্ষকের ওপর হামলার অভিযোগে মেহেদি হাসান (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৪ জুলাই) বাকেরগঞ্জ সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রকাশ মালাকার জানান, দুপুরে মেহেদিসহ দুই যুবক কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে বখাটেপানা করছিল। কলেজ অধ্যক্ষ ও আমি (উপাধাক্ষ্য) তাদের ক্যাম্পাস থেকে বের হতে বলায় মেহেদি ও তার সহযোগী আমার ওপর হামলা করেন।

এ সময়  কলেজের এক স্টাফ এগিয়ে এলে তার ওপরও হামলা করেন তারা। পরে কলেজের ছাত্ররা মেহেদিকে আটক করলেও তার সহযোগী পালিয়ে যান।  

আটক মেহেদি বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, কলেজ শিক্ষকের ওপর হামলা অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।