বুধবার (২৪ জুলাই) দুপুরে নগর ভবনের সভাকক্ষে সিসিকের আসন্ন বাজেট উপলক্ষে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, বাজেট প্রণয়নের পর তা বাস্তবায়ন করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আরিফুল হক চৌধুরী বলেন, আধুনিক, স্মার্ট, উন্নত, পরিচ্ছন্ন, শান্তি ও স্বস্তির আবাসভূমি হিসাবে সিলেট নগরকে গড়ে তোলার প্রত্যয়ে বর্তমান পরিষদ কাজ করছে।
সভা পরিচালনা করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। এসময় সিসিকের কাউন্সিলর, নারী কাউন্সিলররা আগামী বাজেট নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সিটি কাউন্সিলর ও অর্থ কমিটির চেয়ারম্যান তাকবিরুল ইসলাম পিন্টু, সচিব মোহাম্মদ বদরুল হক ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এনইউ/একে