ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘সিলেটবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী হবে বাজেট’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
‘সিলেটবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী হবে বাজেট’ বাজেট উপলক্ষে সিসিকের সভা। ছবি: বাংলানিউজ

সিলেট: নির্বাচনী ইশতেহারে নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতির আলোকে আসন্ন বাজেট প্রণয়ন করা হচ্ছে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান সিটি করপোরেশন। তাই, এর বাজেট হবে গণমুখী।

বুধবার (২৪ জুলাই) দুপুরে নগর ভবনের সভাকক্ষে সিসিকের আসন্ন বাজেট উপলক্ষে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, বাজেট প্রণয়নের পর তা বাস্তবায়ন করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সেভাবেই ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তুত করা হচ্ছে।

আরিফুল হক চৌধুরী বলেন, আধুনিক, স্মার্ট, উন্নত, পরিচ্ছন্ন, শান্তি ও স্বস্তির আবাসভূমি হিসাবে সিলেট নগরকে গড়ে তোলার প্রত্যয়ে বর্তমান পরিষদ কাজ করছে।

সভা পরিচালনা করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। এসময় সিসিকের কাউন্সিলর, নারী কাউন্সিলররা আগামী বাজেট নিয়ে তাদের মতামত তুলে ধরেন।  

সভায় বিশেষ অতিথি ছিলেন সিটি কাউন্সিলর ও অর্থ কমিটির চেয়ারম্যান তাকবিরুল ইসলাম পিন্টু, সচিব মোহাম্মদ বদরুল হক ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।