বুধবার (২৪ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস ভবনের ইএমকে (এডয়ার্ড এম কেনেডি সেন্টার) সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়ু মান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক দূত অধ্যাপক জেমস জে. শাওয়ার।
অধ্যাপক জেমস জে. শাওয়ার বলেন, বায়ুমণ্ডলে বস্তুকণার উপস্থিতি এবং মানবদেহে রোগ বালাইয়ের মধ্যে সম্পর্ক অনুধাবনে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বৈজ্ঞানিক এসব অগ্রগতি বিশ্বের বিভিন্ন দেশে বস্তুকণা দূষণ কমাতে এবং বিভিন্ন বিধিমালা প্রণয়নের ভূমিকা রাখছে। সরকার ও জনগণের প্রচেষ্টায় যেহেতু বায়ুমণ্ডলে বস্তুকণা হ্রাস এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণে সহায়ক। তাই এ প্রচেষ্টা আরও এগিয়ে নেওয়া সম্ভব। যদি মানবদেহের বস্তুকণার উৎস ও উপকরণের বিভিন্ন প্রভাব সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারি। এজন্য আমাদের প্রয়োজন যান্ত্রিক জীববিদ্যা। মহামারিবিদ্যা, আবহাওয়াবিদ্যা এবং প্রকৌশল বিদ্যার মধ্যে নিবিড় সমন্বয় সাধন করা।
অধ্যাপক জেমস জে. শাওয়ার তার আলোচনা শেষে বায়ুদূষণ, প্রভাব এবং সমাধান বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের ওপর আলোচনা এবং তার মতামত তুলে ধরেন।
কর্মশালায় দেশের বিভিন্ন টেলিভিশন, দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাসের তথ্য কর্মকর্তা কেভিন পি. ডল্লিভার, সহকারী কালচারাল কর্মকর্তা জষুহা ক্যাম্পসহ আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা।
২৫ জুলাই একই স্থানে দুপুর ২টায় বায়ুদূষণ সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বায়ুদূষণ সংশ্লিষ্ট বিভিন্ন মিলফ্যাক্টরির প্রতিনিধি, বায়ুদূষণ সংক্রান্ত বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
আরকেআর/এএটি