বুধবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
আটক ব্যক্তিরা হলেন চর আলী হাসান গ্রামের রফিকুল ইসলাম ব্যাপারীর ছেলে বাহার, একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন ও আবু তাহেরের ছেলে শাকিল।
পুলিশ জানায়, গত ২২ জুন সন্ধ্যায় এক গৃহবধূ তার বাবার বাড়ি চর আলী হাসান গ্রাম থেকে স্বামীর বাড়ি শাকচর এলাকায় যাচ্ছিলেন। পথে সাইফিয়া দরবার শরিফ এলাকায় পৌঁছালে তাকে একা পেয়ে স্থানীয় বাহার, আল আমিন, শাকিল ও বাদশা জোর করে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় মোবাইল ফোনে তারা ধর্ষণের ভিডিও ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর থেকে বিভিন্ন সময় গৃহবধূর মোবাইলে কল দিয়ে দেখা করার জন্য চাপ দেয় বাদশা। দেখা না করলে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি গৃহবধূর শ্বশুরবাড়িতে জানাজানি হয়ে যায়। তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে জানালে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনকে আটক করা হয়। অপর অভিযুক্ত বাদশা পালিয়ে যায়।
চর রমনীমোহন ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহমান স্বপন বাংলানিউজকে বলেন, গণধর্ষণের ঘটনাটি গৃহবধুর পরিবারের লোকজন আমাকে জানিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বাংলানিউজকে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসআর/একে