বুধবার (২৪ জুলাই) ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ রায় দেওয়া হয়।
ফেনী জজকোর্টের পিপি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ ও মামলার বাদী রোশনা আরা বেগম জানান, ২০১৫ সালে প্রথম বিয়ের কথা গোপন করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানঘর এলাকার মীর আহাম্মদের ছেলে ইলিয়াছ ফেনীর সোনাগাজী উপজেলার সমাসপুর গ্রামের আবুল খায়েরের মেয়ে রোশনা আরা বেগমকে বিয়ে করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শালিসের মাধ্যমে কোনো সুরাহা না হওয়ায় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে মামলা দায়ের করে রোশনা। মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার স্বামী ইলিয়াছের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এর আগে জামিনে গিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি ইলিয়াছ পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচডি/এএটি