ঢাকা: ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে সোনালী ব্যাংক লিমিটেডে চাকরি নিয়ে বেতন-ভাতা ও ঋণ বাবদ মোট ১ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৮৫ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রদীপ কুমার শর্মার বিরুদ্ধে মামলার দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শিগগির তার বিরুদ্ধে এ মামলা হবে বলে বুধবার (২৪ জুলাই) বাংলানিউজকে জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
সূত্র জানায়, সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার ঢাকার বাসিন্দা প্রদীপ কুমার শর্মা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে ১৯৮৪ সালের ১০ জুলাই চাকরিতে যোগদান করেন।
ওই তারিখ থেকে অবসরের তারিখ পর্যন্ত সোনালী ব্যাংক লিমিটেড থেকে বেতন ও বিভিন্ন ভাতা এবং ঋণের অবশিষ্ট টাকাসহ (সুদসহ) মোট ১ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৮৪ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। যা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ২৪তম সভার সিদ্ধান্তের শর্তানুযায়ী সরকারের ট্রেজারিতে ফেরতযোগ্য। এছাড়া প্রদীপ কুমার শর্মা যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ দাখিল করতে পারেননি।
প্রণব কুমার ভট্টাচার্য জানান, প্রদীপ কুমারের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭৭-ক এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএমএকে/এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।