বুধবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার বাউরখুমা এলাকায় এ ঘটনা ঘটে। নুসরাত ওই গ্রামের মো. আলী আশরাফ মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে নুসরাত বাড়ির উঠানে খেলা করতে করতে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরে তাকে বাড়ির চারপাশে খুঁজে না পেয়ে স্থানীয়রা তাকে পুকুরের পানিতে খুঁজতে থাকে। পরে নুসরাতকে পানিতে ভাসতে দেখা দ্রুত তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরশুরাম পৌর কাউন্সিলর আবদুল মান্নান লিটন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচডি/আরআইএস/