ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়া: সাতদফা দাবি আদায়ের লক্ষে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচলকারী বৃহত্তর কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহসহ ৬০ রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ থাকবে।

ধর্মঘট সফল করার লক্ষে বুধবার (২৪ জুলাই) বিকেলে বাস-মালিক সমিতি কার্যালয়ের সামনে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন জমসেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক নিয়ামত খান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জীবন প্রমুখ।



সমাবেশে বক্তারা বলেন, জেলার মহাসড়কগুলোতে সরকার কর্তৃক নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা, ফোর স্ট্রোক থ্রি হইলার, ইজিবাইক, ট্রাক্টর চলাচল বন্ধ ও সড়কের পাশে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদসহ যে ৭ দফা দাবি করা হয়েছে তা না মানা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। দাবি মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন বক্তারা।

অনুষ্ঠানে বাস-মিনিবাস, ট্রাক মালিক সমিতির নেতারাসহ পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
  
**মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে ৭ দফা দাবি
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।