ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে শিশুসহ নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
যাত্রাবাড়ীতে শিশুসহ নিহত ২ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কাজলা ব্রিজের পাশে একটি ঢেউটিনের দোকানে টিনের নিচে চাপা পড়ে মনির হোসেন (১১) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়।

মনিরের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

বাবার নাম নজরুল ইসলাম। সে যাত্রাবাড়ীর কুতুবখালি বউবাজার এলাকায় থাকতো।

দোকান মালিক ফখরুল ইসলাম স্বপন বাংলানিউজকে জানান, কাজলা ব্রিজের পাশে তার ঢেউটিনের দোকানে কাজ করে মনির। বুধবার বিকেলে দোকানে কাজ করার সময় টিনের বান্ডিলের নিচে চাপা পড়ে শিশুটি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে, হানিফ ফ্লাইওভারের কুতুবখালী ঢালে ঠিকানা পরিবহন নামে একটি বাসের ধাক্কায় একব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) জয় কৃষ্ণ বাংলানিউজকে বলেন, কুতুবখালী ব্রিজের ঢালে অজ্ঞাত ওই ব্যক্তি হেঁটে যাওয়ার সময় ঠিকানা পরিবহন নামে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাস জব্দসহ চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।