ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিএসটিআইয়ের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, ২ মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
বিএসটিআইয়ের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, ২ মামলা

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে গজীপুরের পাঁচটি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা এবং নারায়ণগঞ্জের দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ জরিমানা ও মামলা করা হয়। বুধবার (২৪ জুলাই) বিএসটিআইয়ের মেট্রোলজি বিভাগের উপ-পরিচালক ও ডিএমআইয়ের বিভাগীয় প্রধান মো. রেজাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গাজীপুর সদর এলাকার অভিযুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স রাফি এন্টারপ্রাইজের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায়, মেসার্স রসের মিষ্টির পাউরুটি ও দই পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় এবং প্যাকেটকৃত পাস্তুরিত দুধ মেয়াদ উত্তীর্ণ থাকায়, মেসার্স দুলাল সুইটমিটের ফিজা ব্রান্ডের বিস্কুট পরিমাপে ৮৫০ গ্রাম এর স্থলে ৭৫০ গ্রাম পাওয়া যাওয়ায়, মেসার্স মানিক বস্ত্রালয় ও মেসার্স ঢাকা স্টাইল টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের কাপড়ের পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় মোট পঁচাশি হাজার টাকা জরিমানা আদায় করে মামলা পাঁচটি নিষ্পত্তি করা হয়।  

অন্যদিকে নারায়ণগঞ্জের সিংরাইল এলাকার মেসার্স এস.এস এন্টারপ্রাইজ ও মেসার্স বড়পীর স্টীল হাউজের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পৃথক পৃথক দুইটি অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট খন্দকার কামরুজ্জামান ও বিএসটিআই’র সহকারী পরিচালক মো. রেজাউল করিম, সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।