বুধবার (২৪ জুলাই) সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ডিএনডি প্রাথমকি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার শিক্ষকের নাম মো. সাহাবউদ্দিন আহমেদ (৪৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ডিএনডি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং ক্লাস চলছিল। সকাল সাড়ে ৮টার দিকে ক্লাস থেকে এক শিক্ষার্থীকে ডেকে অন্য একটি কক্ষে নিয়ে যান শিক্ষক সাহাবউদ্দিন আহমেদ।
এসময় ওই ছাত্রীকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। পরে ওই শিক্ষার্থী বাসায় গিয়ে তার পরিবারকে ঘটনাটি জানালে পরিবারের লোকজন স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে জানায়। পরে শিক্ষক সাহাবউদ্দিন আহমেদকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ওসি আরও জানান, শিক্ষক সাহাবউদ্দিন আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এএ