ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে পচা গরুর মাংস বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
বেগমগঞ্জে পচা গরুর মাংস বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কেমিক্যাল মেশানো পচা গরুর মাংস বিক্রির অপরাধে দুই জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৪ জুলাই) দুপুরে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়সার এ দণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন-  সোনাইমুড়ী উপজেলার অম্ভরনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও বেগমগঞ্জ উপজেলার 
রসুলপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক জামাল হোসেন (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়েসারের নেতৃত্বে জমিদারহাট কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারত থেকে গত সাত দিন আগে আনা ১৪০ কেজি মাংসসহ বাদশার মাংস ঘর দোকান মালিকের ভাই জাহাঙ্গীর হোসেন ও সিএনজি অটোরিকশা চালক জামাল হোসেনকে আটক করা হয়।

মোস্তফা জাবেদ কায়েসার বাংলানিউজকে জানান, মাংসগুলো ভারত থেকে চট্টগ্রাম হয়ে তাদের কাছে আসে বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন। মাংসগুলো পচা এবং তাতে মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল মেশানো হয়েছে। ভোক্তা অধিকার আইনে আটক জাহাঙ্গীরকে ৬ মাস ও জামালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমআরএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।