ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ডিসি তুমি শুনতে পাচ্ছ? আমি কমার্স সেক্রেটারি বলছি…

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ডিসি তুমি শুনতে পাচ্ছ? আমি কমার্স সেক্রেটারি বলছি… সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা। ছবি: বাংলানিউজ

ঢাকা: পেঁয়াজের বাজার গরম। দাম নিয়ন্ত্রণে নানামুখি উদ্যোগ। এরপরও লাগাম টানতে পারছে না সরকার। মাঠ প্রশাসনকেও পেঁয়াজের দাম কমাতে উদ্যোগ নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে এক সভায় এই দাম নিয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তার পেঁয়াজের মত ঝাঁঝালো কিছু কথোপকথন শোনা গেল।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির উপস্থিতে বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজ, রসুন, আদা, গরম মসলার মূল্য স্থিতিশীল রাখা এবং গবাদি পশু পরিবহন সংক্রান্ত বিষয়ে অংশীজনদের নিয়ে সভা হয়। সেই সভায় মোবাইল ফোনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম এবং সাতক্ষীরার ডিসির আলাপচারিতা শুনেছেন উপস্থিত সবাই।


 
সভায় এক আমদানিকারক বলেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ৩০০-৪০০ ট্রাক বর্ডারের ওপারে দাঁড়িয়ে থাকে। আমাদের হাতে বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ পুরোটাই ভারতের হাতে আর বর্ডারে যারা কাজ করেন তাদের হাতে। প্রতিদিন যদি ১৫০-২০০ ট্রাক সোনা মসজিদ আর ভোমরা কাস্টমস দিয়ে প্রবেশ করতে দেওয়া হয় তাহলে পেঁয়াজ নিয়ে ঈদের দিন পর্যন্ত একটুও মাথা ব্যথা থাকবে না। ইন্ডিয়ায় পেঁয়াজের দাম অলরেডি কমে গেছে।
 
বাণিজ্য সচিব সভায় প্রশ্ন রাখেন, ওই মিটিংয়ের পরে কী ট্রাক বেশি ঢুকছে না?
 
ওই ব্যবসায়ী বলেন, ৫০ গাড়ির জায়গায় ৭০টা হইছে। কিন্তু আপনি এখন দেড়শ’ গাড়ি করেন, পেঁয়াজ ২০ টাকা ২২ টাকা থাকবে।
 
এরপর বাণিজ্য সচিব এক নারী কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমরা যে বলেছিলাম আরও এক ঘণ্টা বেশি খোলা রাখতে, সে চিঠিটা গিয়েছে? মিনিস্ট্রি থেকে কাস্টমসকে চিঠি লিখতে, সে চিঠি দিয়েছেন কিনা?
 
ওই কর্মকর্তা ইতস্তত বোধ করতে থাকেন। এরপর ওই নারী কর্মকর্তা বলেন, সাতক্ষীরার ডিসিকে দিতে বলা হয়েছে স্যার।
 
সচিব বলেন, আমি তো আপনাকে দিতে বলেছি, দিয়েছেন কিনা?
 
উত্তরে তিনি বলেন, দেওয়া হয়নি স্যার।
 
সচিবের প্রশ্ন, কেন দেননি? এটা কোথথেকে যাবে? যান চিঠি দিয়ে আসেন, মিটিং থেকে ওঠেন।
 
তখন ওই কর্মকর্তা মিটিং থেকে উঠে চলে যান। খোঁজ নিয়ে জানা যায় ওই কর্মকর্তার নাম জিনাত রেহানা, প্রশাসনিক বিষয়গুলো দেখভাল করেন তিনি।
 
মিটিং চলাকালেই লাউড স্পিকার অন করে বাণিজ্য সচিব সাতক্ষীরার ডিসির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ডিসিকে সচিব বলেন, ডিসি তুমি আমাকে শুনতে পাচ্ছ?
 
ওপারের কণ্ঠ, জ্বি স্যার।
 
সচিব বলেন, আমি কমার্স সেক্রেটারি বলছি, তোমাকে রিকোয়েস্ট করেছিলাম যে পেঁয়াজের ট্রাক যাতে বেশি আসে, কী করতে পারলা?
 
ডিসি বলেন, এক ঘণ্টা অতিরিক্ত টাইম দিয়ে সময় বৃদ্ধি করেছে পেঁয়াজের জন্য।
 
সচিব বলেন, কিন্তু মাত্র ২০-২৫টা ট্রাক বেশি পাচ্ছে। এখন কত আসছে তুমি জান? মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে আমরা সব ব্যবসায়ী মহল, ডিপার্টমেন্টকে নিয়ে মিটিংয়ে বসেছি। আমি ওইখান থেকে কথা বলছি।
 
ডিসির জবাব, স্যার, আপনাকে আমি একটা চিঠি দিয়েছিলাম, সে চিঠিটা পেয়েছেন স্যার?
 
সচিব বলেন, জ্বি পেয়েছি।
 
এবার ডিসি বলেন, এখানে বেশি পরিমাণে ট্রাক আসতে গেলে ওদের সঙ্গে নেগোসিয়েশন করতে হবে, সেটা কিন্তু ফরেন মিনিস্ট্রির মাধ্যমে না করলে…। ওই দিন যেটা বলছিলেন সেটা অনেকটা ঠিক আছে। ওপাশ থেকে পেঁয়াজের ব্যবসায়ীরা এইখানে এসে এখানকার সিন্ডিকেটের লোক আছে তাদের কাছে পেঁয়াজ বিক্রি করে দেয়। তখন এরা এখান থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করে। এটার সত্যতা পেয়েছি আপনার কথার স্যার।  
 
সচিব জানতে চান, এখন কত ট্রাক আসছে, তুমি জান?
 
ডিসি বলেন, আমি সর্বশেষ অবস্থাটা জানাচ্ছি স্যার।
 
সচিব নির্দেশ দেন, ওখানে যে লোকাল ব্যবসায়ী আছে তাদের সঙ্গে বসো, প্রয়োজন হলে আমার অফিসার বা আমি নিজেই আসব।
 
ডিসি জানান, আমি স্যার আজকে ডাকছি ওদেরকে।
 
সচিব বলেন, তুমি ডেকে ডিসিশন দিয়ে দাও, তা নাহলে আমরা কিন্তু আইন প্রয়োগের ব্যবস্থা নেব।
 
ডিসি বলেন, অবশ্যই আইন প্রয়োগ স্যার। এখান থেকে তো আইন প্রয়োগ আমি করব।
 
সচিব বলেন, যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয়, সে ব্যবস্থা কর।
 
তখন ডিসি বলেন, না সেটা করতে পারবে না। কী পরিস্থিতি আছে সর্বশেষ অবস্থাটা আমি রাতে আপডেট জানাচ্ছি।
 
ওকে থ্যাংক ইউ, মোবাইল ফোনে ওপারে থাকা সাতক্ষীরার ডিসিকে ধন্যবাদ দিয়ে মোবাইল রেখে দেন সচিব। এই কথোপকথন মনোযোগ দিয়ে শুনছিলেন সবাই।
 
বাণিজ্যসচিব বৈঠক চলা অবস্থায় মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লেখার নির্দেশ দেন, যাতে বেশি ট্রাক আসে।
 
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।