ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ডাবল মার্ডার মামলার আসামির মৃত্যুদণ্ড কার্যকর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ডাবল মার্ডার মামলার আসামির মৃত্যুদণ্ড কার্যকর

গাজীপুর: ঢাকার কেরা‌নিগ‌ঞ্জে ডাবল মার্ডার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫) মৃত্যুদণ্ড কার্যকর করা হ‌য়ে‌ছে। 

বুধবার (২৪ জুলাই) রাত ১০টা ১ মি‌নি‌টে গাজীপু‌রের কা‌শিমপুর হাই‌সি‌কিউ‌রি‌টি কেন্দ্রীয় কারাগা‌রে ফাঁ‌সিতে ঝু‌লি‌য়ে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।  

চাঁন মিয়া ওরফে চান্দু মাদারীপু‌রের শিবচর থানার ৮ নম্বর চর এলাকার মৃত অকিল শিকদারের ছে‌লে।

ওই সময় তি‌নি কেরা‌নিগ‌ঞ্জ থানার রহমতপুর এলাকায় থাক‌তেন।

কা‌শিমপুর হাই‌সি‌কিউ‌রি‌টি কেন্দ্রীয় কারাগা‌রের ‌সি‌নিয়র জেল সুপার মো. শাহজাহান আহ‌মেদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, চাঁন মিয়া ওরফে চান্দু কেরা‌নিগ‌ঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার মামলা নম্বর ৩৭(০২)০২ ধারা ৩০২/৩৪। মামলার সব কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে রাত ১০টা ১ মি‌নি‌টে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হ‌য়।  

জানা যায়, ২০০২ সা‌লে ১৬ ফেব্রুয়া‌রি কেরা‌নিগ‌ঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়াকে প্রকাশ্য গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। গ্রেফতার হওয়ার পর ২০০৪ সাল থেকে চাঁন মিয়া কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।  

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।