বুধবার (২৪ জুলাই) বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুর ১টার দিকে আলফি তার বাবার সঙ্গে নদীতে গোসলে করতে নেমে নিখোঁজ হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর আলফি তার বাবার সঙ্গে পাশের গঙ্গপ্রসাদপুরের নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে পানির স্রোতে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে খুঁজতে শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেয়। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমআরএ/আরএ