বুধবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে শরণখোলা-মোরেলগঞ্জ সড়কের পল্লীমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্না উপজেলার সন্ন্যাসী এলাকার সামসুল হকের ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পল্লীমঙ্গল এলাকায় একটি নসিমনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী মুন্না গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরএ