ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

অনূর্ধ্ব ১৪ মহিলা ফুটবল টুর্নামেন্ট ফের আয়োজনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
অনূর্ধ্ব ১৪ মহিলা ফুটবল টুর্নামেন্ট ফের আয়োজনের দাবি ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

ঢাকা: অনূর্ধ্ব জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৯ ফের আয়োজন ও মেয়ে খেলোয়াড় লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও।

বুধবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৯ টুর্নামেন্টটি যে বাইলজ (যে নিয়মে টুর্নামেন্ট পরিচালিত হবে) দিয়ে পরিচালনা করা হয়েছে এই বাইলজ দিয়ে টুর্নামেন্ট পরিচালনা করা যায় না।

বাইলজ না মেনে আমাদের ফাইনালে খেলতে দেয়নি। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে পুনরায় টুর্নামেন্ট আয়োজনের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাইলজ নিয়মে বলা আছে একজন খেলোয়াড় টুর্নামেন্টে দুই বছর খেলতে পারবে না। খেললে তার শাস্তির বিধান কী তা বাইলজে উল্লেখ নেই। পরপর দুই মৌসুমে একটি খেলোয়াড় খেললে কি হবে, তাও উল্লেখ নাই। ‌ একটি খেলোয়াড়ের জন্য যেকোন দলের শাস্তি হতে পারে তাও বাইলজে উল্লেখ নাই। খেলোয়াড়ের শাস্তি হতে পারে কিন্তু টিম এর শাস্তি হতে পারে না। টিমের শাস্তি হলে ফাইন্যানশিয়াল হতে পারে। কিন্তু খেলতে দেওয়া হবে না এমন কিছু উল্লেখ নাই বাইলজে।  

তিনি আরও দাবি জানিয়ে বলেন, সেদিন যারা আমাদের মেয়েদের লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ঠাকুরগাঁও মহিলা দলের গোলরক্ষক মমতাজ বলেন, সেদিন আমাদের মাঠে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তখন আমরা (খেলোয়াড়রা) বলছিলাম আমাদের খেলোয়াড়ের বয়স নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে খেলোয়াড় মাঠে ঢুকতে পারবে না। দল ম্যাচ খেলতে পারবে আমরা বলছিলাম কর্তৃপক্ষকে। তারা তখন কোন উত্তর দিতে পারছিল না। আমরা যখন মাঠে ঢুকতে চেয়েছিলাম পুলিশ আমাদের বাধা দিচ্ছিল। পরে আমাদের একটি রুমে আটকে রাখা হয়। প্রায় এক ঘণ্টা পরে রুম থেকে আমাদের বের করা হয়।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা মহিলা ফুটবল দলের ম্যানেজার তাজুল ইসলাম, খেলোয়াড় শাবনুর প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।