ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সামান্য বৃষ্টিতে রাস্তা-ঘাট, বাসাবাড়িতে পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
সৈয়দপুরে সামান্য বৃষ্টিতে রাস্তা-ঘাট, বাসাবাড়িতে পানি জলাবদ্ধতা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সামান্য বৃষ্টিতে প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে ও বাসাবাড়িতে পানি উঠেছে। সড়কের চেয়ে বাড়ি নিচু হওয়ায় ও ড্রেন তৈরির কাজ চলমান থাকায় ওই অবস্থার সৃষ্টি হয়েছে।

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার আয়তন ৩৪ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার। টানা বৃষ্টির ফলে শহরের প্রধান সড়ক শহীদ ডা. জিকরুল হক সড়কসহ অন্যান্য সড়ক পানিতে তলিয়ে গেছে।

শহরের বাঁশবাড়ি, মিস্ত্রিপাড়া, মুন্সিপাড়া, রসুলপুর, সাহেবপাড়া এলাকার বাড়িতেও পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার লোকজন। শহরের হাতিখানায় সড়ক ডুবে যাওয়ায় অতিকষ্টে পানি মাড়িয়ে হাতিখানা কবরস্থানে দাফন কাজ সারতে হচ্ছে।

বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) বাসিন্দা শাহাদৎ হোসেন জানান, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে সামান্য বৃষ্টির পানিও বের হতে পারছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
 
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে। এসব ড্রেন নির্মিত হলে মানুষের দুর্ভোগ কমবে।

তিনি আরও বলেন, অনেক ব্যবসায়ী ড্রেন ও সড়কের জায়গা দখল করে দোকান ও বাড়ি নির্মাণ করেছেন। ফলে সামান্য বৃষ্টিতে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।