নীলফামারীর সৈয়দপুর পৌরসভার আয়তন ৩৪ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার। টানা বৃষ্টির ফলে শহরের প্রধান সড়ক শহীদ ডা. জিকরুল হক সড়কসহ অন্যান্য সড়ক পানিতে তলিয়ে গেছে।
বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) বাসিন্দা শাহাদৎ হোসেন জানান, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে সামান্য বৃষ্টির পানিও বের হতে পারছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে। এসব ড্রেন নির্মিত হলে মানুষের দুর্ভোগ কমবে।
তিনি আরও বলেন, অনেক ব্যবসায়ী ড্রেন ও সড়কের জায়গা দখল করে দোকান ও বাড়ি নির্মাণ করেছেন। ফলে সামান্য বৃষ্টিতে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরএ