ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সেলিম হত্যার খুনিদের গ্রেফতারে আল্টিমেটাম      

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
সেলিম হত্যার খুনিদের গ্রেফতারে আল্টিমেটাম       মুক্তিযোদ্ধা সেলিম হত্যার খুনিদের গ্রেফতারের দাবি। ছবি: বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার মূল পরিকল্পনাকারী ও খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। তা না হলে আইন নিজের হাতে তুলে নেবেন তারা। তখন পুলিশের আর কিছুই করার থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।   

বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদীর  মুক্তিযোদ্ধা-জনতার আয়োজনে পুরাতন মোটরস্ট্যান্ডের মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চে এক জনসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।  

এদিকে আন্দোলন কমিটির পক্ষ থেকে আগামী ২৯ জুলাই (সোমবার) পাবনার ঈশ্বরদী উপজেলায় অর্ধবেলা হরতালের ডাক দিয়েছেন ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা-জনতা।

 

এসময় পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করা হয়।  

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান 
বিশ্বাস, পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা চান্না মণ্ডল, আব্দুল খালেক, অ্যাডভোকেট সাইফুল আলম বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, আওয়ামী লীগ নেতা তুতুল বিশ্বাস, জহুরুল ইসলাম মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু,  জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পাবনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পাবনা জেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক, সিরাজ উদ্দিন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মুরাদ মালিথা, মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রহমান মিলন।   

মুক্তিযোদ্ধা সেলিম হত্যার ৬ মাস অতিবাহিত হলেও আসামিরা এখনো গ্রেফতার হয়নি।  


মামলার তদন্ত কর্মকর্তা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, মামলাটি এখনো তদন্তাধীন। সুতরাং এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।              

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, পুলিশ হেডকোয়ার্টার থেকে ইতোমধ্যে নির্দেশনা পেয়েছি এ মামলাটি পুনরায় নতুনভাবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে দ্রুত আসামিদের গ্রেফতার করবে।    

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সেলিম পাকশীর রূপপুর বিবিসি বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়। পরে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।