বুধবার (২৪ জুলাই) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা।
এর আগে, বুধবার বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, বুধবার বিকেলে স্কুলের পাশে মান্নানের বাড়িতে ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় আমির। পরে ওই ছাত্রী স্কুলে গিয়ে এক ম্যাডামের কাছে ঘটনা খুলে বললে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। সন্ধ্যার দিকে কালামপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমিরকে আটক করা হয়।
তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার আটক আমিরকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
আরএ