বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩৮ মিটার (ডেঞ্জার লেভেল- ১৩ দশমিক ৩৫ মিটার)। যা বিপদসীমার ৩ সেন্টিমিটার অতিক্রম করছে।
এর আগে, বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত হার্ড পয়েন্টে যমুনার পানি কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে, কাজিপুর পয়েন্টে আরও ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে নদীর পানি কমতে কমতে হঠাৎ করে বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বানভাসি মানুষগুলোর মধ্যে দ্বিতীয় দফা বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। চরম দুর্ভোগের আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মানুষরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় ২৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর থেকে বাড়তে থাকে। বুধবার সন্ধ্যা থেকে গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে আবারও বিপদসীমা অতিক্রম করেছে নদীর পানি।
অপরদিকে, কাজিপুর পয়েন্টেও গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসআরএস