বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাহায্য কার্যক্রম পরিচালনা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় কার্যক্রমের উদ্বোধন করে রেলমন্ত্রী বলেন, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলগুলো প্রায় প্রতিবছরই বন্যায় কবলিত হয়।
তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় দুর্গতদের এখন সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সাহায্য প্রয়োজন। কেননা সরকারের একার পক্ষে এত বড় প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়া সম্ভব নয়। আর রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সাহায্য করার প্রয়োজন তা অবশ্যই অব্যাহত থাকবে।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালালসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এইচএমএস/আরবি/