ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাধিকা মল্লিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পীরারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাধিকা ওই এলাকার রথিকান্ত মল্লিকের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বাংলানিউজকে জানান, রাধিকা ওই এলাকায় ডিশ (ক্যাবল) লাইনের ব্যবসা করেন। সকালে ডিশ লাইনে সমস্যা দেখা দেওয়ায় তিনি নিজে লাইন ঠিক করতে কাজ করছিলেন। এসময় তিনি পাশের বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।