বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সপ্তাহব্যাপী ‘মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রম’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, মশা নিয়ে রাজনীতি কাম্য নয়।
ডেঙ্গু রোগীদের পাশে থেকে ডেঙ্গু মোকাবিলার মধ্যে দিয়ে সরকার কঠিন জবাব দেবে বলেও মন্তব্য করেন ঢাকা দক্ষিণের ‘নগরপিতা’।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা জনগণকে সচেতন হয়ে নিজ নিজ জায়গা ও এর আশেপাশের স্থান পরিষ্কার রাখার আহবান জানান।
তিনি বলেন, ডেঙ্গুতে অনেকেই আক্রান্ত হচ্ছেন, অনেকে মারাও গেছেন। বাংলাদেশে প্রকট আকার ধারণ করছে এই রোগ। আসলে আমরা সবাই জানি আমাদের আশেপাশ কীভাবে পরিষ্কার রাখতে হবে। আসুন ডেঙ্গু মশা নিধন করি। আমার বিশ্বাস সবাই সচেতন হলে, আমাদের বাসা ও আশেপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে কোথাও তিন দিনের বেশি পানি জমা হতে না দিলে এই সমস্যার সমাধান হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচএস/এইচএ/