বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বাংলানিউজকে জানান, বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।
জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খান বাংলানিউজকে বলেন, পরিবহন মালিক শ্রমিকদের দাবিগুলো খতিয়ে দেখে যুক্তিসঙ্গত দাবিগুলো আমরা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছি। এতে তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। ফলে মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এনটি