ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন মালিক শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দ্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বাংলানিউজকে জানান, বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।

জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খান বাংলানিউজকে বলেন, পরিবহন মালিক শ্রমিকদের দাবিগুলো খতিয়ে দেখে যুক্তিসঙ্গত দাবিগুলো আমরা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছি। এতে তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। ফলে মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।