বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের কঞ্চাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- কালিকাপুর গ্রামের খবির উদ্দীনের সুবর্ণা (১৮), ঝুমা (১৫), গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১০), জবানুরের মেয়ে জান্নাত (৮) ও বাটিকামারীর রিপন শিকদারের মেয়ে রূদশী (৭)।
আওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।
সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাব্বত হোসেন বাংলানিউজকে জানান, বন্যার কারণে স্কুল বন্ধ থাকায় কয়েকদিন আগে রূদশী ও জান্নাত কালিকাপুর গ্রামে তার নানীর বাড়িতে আসে। দুপুরে মামাতো বোন সুবর্ণা ও ঝুমাকে নিয়ে ফুফাতো বোন হয় রূদশী ও জান্নাত বেড়াতে গেলে ঝিনাই নদীর স্রোতে নৌকা ডুবে গেলে এ দুর্ঘনার শিকার হয় তারা। পরে নদীর তীরবর্তী মিঠাই বিল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯/ আপডেট: ১৭২০ ঘণ্টা
এসআরএস/