ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

৯ম ওয়েজবোর্ড চূড়ান্ত, প্রধানমন্ত্রী ফিরলেই অনুমোদন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
৯ম ওয়েজবোর্ড চূড়ান্ত, প্রধানমন্ত্রী ফিরলেই অনুমোদন  নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে সুপারিশ কমিটির বৈঠক। ছবি: বাংলানিউজ

ঢাকা: নবম ওয়েজবোর্ডের চূড়ান্ত প্রতিবেদন কেবিনেট ডিভিশনে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এর অনুমোদন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে গঠিত সুপারিশ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত সুপারিশ করেছি। এ নিয়ে একটি প্রতিবেদনটি তৈরি হয়েছে। তবে, এটিই চূড়ান্ত প্রতিবেদন নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা। কারণ, তারাই এ কমিটি গঠন করেছে।  

তিনি বলেন, সুপারিশগুলো আমরা কেবিনেটে পাঠাবো। সেখানে আলোচনা হবে, তারপর প্রধানমন্ত্রীর এর অনুমোদন দেবেন। এরপর গেজেট আকারে তা প্রকাশ করা হবে। এখনই অহেতুক আলোচনা করে জল্পনা-কল্পনা সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ গুজবের দেশ, তাই গুজবের ডালপালা সৃষ্টি করতে চাই না। প্রধানমন্ত্রী ৫ তারিখ (৫ আগস্ট) দেশে ফিরলে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নবম ওয়েজবোর্ডের এ সুপারিশমালা শুধু পত্রিকার জন্য। তবে, সেখানে গণমাধ্যমকর্মীদের বিষয়ে নীতিমালা করার কথা বলা হয়েছে। এটি ওয়েজবোর্ডে আলাদাভাবে যুক্ত করার সুযোগ নেই। ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা আইন হবে। সেটা হবে গণমাধ্যমকর্মী আইন। এখন এ আইনটি মন্ত্রণালয়ে ভেটিং পর্যায়ে আছে।

জানা যায়, নবম ওয়েজবোর্ডে সংবাদকর্মীদের বেতন-ভাতা সর্বোচ্চ ৮৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যা গত বছরের ৩ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়। ওই দিনই নতুন এ বেতন কাঠামো পরীক্ষা করে বাস্তবায়নের সুপারিশ দিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। পরে, নতুন সরকার গঠিত হলে গত ২১ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৮’ পরীক্ষায় আগের মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত সাত সদস্যের মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয় ওবায়দুল কাদেরকে।

গত ৪ নভেম্বর সচিবালয়ে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৮’ সুপারিশমালা জমা দেন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক। এর আগে, সংবাদপত্র ও বার্তাসংস্থার কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত বছরের ২৯ জানুয়ারি এক জন চেয়ারম্যান ও ১২ সদস্য নিয়ে নবম মজুরি বোর্ড গঠন করা হয়। সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিক, সাংবাদিক, কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সমসংখ্যক প্রতিনিধিও ছিলেন এ বোর্ডে। সরকারের কাছে সুপারিশ দিতে বোর্ডকে ছয় মাস সময় দেওয়া হয়েছিল। পরে, নবম মজুরি বোর্ডের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
জিসিজি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।