ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বন্যাকবলিত মানুষের পাশে লেখক সমাজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
বন্যাকবলিত মানুষের পাশে লেখক সমাজ

শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরের জনপদ কুড়িগ্রাম। সেখানে নেই খাদ্য, নেই বিশুদ্ধ পানীয়। দুর্গম এলাকা হওয়ায় ঠিকমতো পৌঁছাচ্ছে না ত্রাণ। বেঁচে থাকার জন্য কেউ খাচ্ছে লবণ দিয়ে শুকনো ভাত, কাঁচা কাঠাল, আলু আর কচু সেদ্ধ ইত্যাদি। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৫ জন মানুষ। ভেসে যাচ্ছে বাড়িঘর, মারা পড়ছে অসংখ্য গবাদি পশু। এখনো ডুবে আছে কুড়িগ্রামের রৌমারী, চিলমারী, নাগেশ্বরী, রাজিবপুরসহ বিস্তীর্ণ জনপদ। পানি কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কুড়িগ্রামের বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে দেশের লেখক সমাজ। এই উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ থাকছে দেশের আপামর জনগণেরও। 

লেখক সমাজ অর্থসাহায্য তুলে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেবে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের বন্যাকবলিতদের মাঝে। এজন্য তারা আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত অর্থসাহায্য তুলবে।

এই উদ্যোগের অংশ হতে যেকেউ সাধ্যের মধ্যে অর্থ পাঠাতে পারবেন বিকাশ ও রকেট নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে।

লেখক সমাজের এই উদ্যোগের সঙ্গে উপদেষ্টা হিসেবে আছেন হাসান আজিজুল হক, আনোয়ারা সৈয়দ হক, সেলিনা হোসেন, হাবীবুল্লাহ সিরাজী, সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, জাকির তালুকদার, নাসরীন জাহান, এনামুল করিম নির্ঝর, পাপড়ি রহমান ও আহমাদ মোস্তফা কামাল। সমন্বয়ক হিসেবে আছেন চঞ্চল আশরাফ, শাহেদ কায়েস, স্বকৃত নোমান, অরবিন্দ চক্রবর্তী, মোজাফফর হোসেন, হামিম কামাল, জাহরা জাহান পার্লিয়া, অপর্ণা হালদার ও খন্দকার আরিফ।

অর্থসাহায্য পাঠানোর জন্য-
বিকাশ ও রকেট নম্বর (পার্সোনাল)
▪️স্বকৃত নোমান: ০১৮১৮২৩৮৩২০, ০১৯৭২২৩৮৩২০ 
▪️অরবিন্দ চক্রবর্তী: ০১৬৮১৪৬৮৫৫৪
▪️মোজাফফর হোসেন: ০১৭১৭৫১৩০২৩ (বিকাশ), ০১৭১৭৫১৩০২৩৬ (রকেট)
▪️জাহরা জাহান পার্লিয়া: ০১৬৭৪৫৬৩৯৩৯
▪️অপর্ণা হালদার: ০১৭৬৮১৭৯৯৯৫

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
sakrito noman
1503202739897001
Brac Bank
Mogbazar Branch, Dhaka.

Mojaffor Hossain
16815132388
Dutch-Bangla Bank Limited
Kushtia Branch, Kushtia.

Sakrito Noman
Dutch-Bangla Bank Limited
137.101.72952
Savar Bazar Branch
Savar, Dhaka.

এছাড়া সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে ০১৯৭২২৩৮৩২০, ০১৭৫৭১৫০৬২৫, ০১৭১৭৫১৩০২৩, ০১৭৬০২৩৮৪৩৩, ০১৫৫২৪৭৪৪০০ নম্বরে।

বিগত ২০১৬ ও ২০১৭ সালের ভয়াবহ বন্যার সময়ও লেখক সমাজ এমন উদ্যোগ নেয়। ওই সময় লেখক-শিল্পী সমাজের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে দুই দফায় বিতরণ করা হয় প্রায় ২৩ লাখ টাকা।  

উদ্যোগের বিষয়ে লেখক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যারা অর্থসাহায্য দেবেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রয়োজনে, আমরা তাদের নাম ও ছবি ফেসবুকে প্রকাশ করতে চাই। কেউ প্রকাশ করতে অনাগ্রহী হলে ফোন করে আমাদের জানাবেন, আমরা গোপন রাখবো। শুধু টাকা পাঠিয়ে যে কোনো একজন সমন্বয়ককে অবহিত করলেই চলবে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।